একটা আস্ত পাঠা এবং ৫০ টা আম
কুস্তির আগে শরীর ঝরঝরে করতে মুগুর ভাঁজতেন। তারপরে ল্যাঙোট পড়ে পালোয়ান দিয়ে তেলমালিশ।
এক জায়গায় বসে উড়িয়ে দিতেন গোটা পাঁঠা। তারপরেও খেতে পারতেন পঞ্চাশটা আম। এক কাঁদি নারকেল আর বারো সের দুধ।
হিন্দু ধর্মের পৌত্তলিকতা ও মৌলবাদী চিন্তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন যখন, তখন তাঁকে দেওয়া হয়েছিল খুনের হুমকি।
শুভানুধ্যায়ীরা বলতেন, 'একটু সাবধানে থাকবেন।' জবাবে তিনি হেসে বলতেন, 'ওই চালকলা খেয়ে থাকে যারা, তারা আমাকে মারবে! আমার শরীরে আঁচড় কাটার ক্ষমতাও ওদের নেই।'
ইসলামে গোঁড়ামির সমালোচনা করে প্রবন্ধ লিখে ইসলামী মৌলবাদীদেরও চক্ষুশূল হয়েছিলেন।
একই সঙ্গে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের গোঁড়ামির মুখেই ঝামা ঘষে দিয়েছিলেন।
সতী প্রথার অবসান ঘটিয়ে তিনি সমগ্র জাতির চক্ষুশূল হোয়েছিলেন, নারীশিক্ষার অগ্রগতিতে ও তার অবদান অনস্বীকার্য। আজকের নারী স্বাধীনতার যে দৃষ্টান্ত আমরা দেখতে পাই, তার প্রথম দরজা তিনিই দিয়েছিলেন খুলে। যদিও আজকের নারীরা বিবিধ দেব দেবীদের খবর রাখলেও তাঁর সম্পর্কে খুব কমই জানে।
আর তাঁর জ্ঞানের কথা আমার প্রকাশ ও বিশ্লেষণ করার অধিকার নেই। আমরা একটি ভাষা ঠিক মত শিখতে হিমসিম খাই আর সেখানে তিনি........ 🙏
সম্ভবত প্রথম বাঙালি মুক্তমনা রাজা রামমোহন রায়। বিরাট বড় বুকের খাঁচায় বিরাট বড় কলজে। ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ করতে গিয়ে যিনি নিজের বাপকেও ছেড়ে কথা বলেননি।
তিনি প্রকৃতই " আধুনিক ভারতের পথিকৃৎ ছিলেন "।
আজ রাজার জন্মদিন। 🌹
বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই।
🙏
কৃতজ্ঞতা - লেখক কে, এত সুন্দর একটি লেখা শেয়ারের জন্যে
Comments
Post a Comment