নীলগিরি শহর ও রাজবাড়ি
রাজবাড়ীর বর্তমান রূপ ভারতীয় রাজ্য গুলোকে তখন বিভিন্ন ভাবে উপনিবেশিক সন্ধি বা সাবসিডারি এলায়েন্সের মাধ্যমে দখল করেছিল ব্রিটিশ সরকার। এদেরকে কখনো প্রিন্সিপলি স্টেট, কখনো সামন্ত রাজ্য আবার কখনো শুধু ভারতীয় রাজ্য বলে ডাকা হত। আসল এগুল ছিল সব ভেসাল রাজ্য, দেশিয় রাজা ব্রিটিশের অধিনে থেকে নিজের মতন করে রাজ্য চালাবে , যাকে আধা সার্বভৌম ও বলা যেতে পারে। ব্রিটিশদের প্রত্যাহারের সময়, ৫৬৫ টি এমন রাজ্য ভারতীয় উপমহাদেশে সরকারীভাবে স্বীকৃত হয়েছিল। নীলগিরি রাজ্যটিও ব্রিটিশ রাজত্বকালে ভারতের অন্যতম প্রিন্সিপলি স্টেট ছিল। এটি উড়িষ্যা রাজ্য সংস্থার অন্তর্গত এবং এর রাজধানী ছিল রাজ নীলগিরি, যা আধুনিক শহর নীলাগিরি। রাজ্যটি উত্তর ও পশ্চিমে ময়ূরভঞ্জ রাজ্যে এবং দক্ষিণে বালাসোর জেলা দ্বারা আবদ্ধ ছিল। ১৯৪০ সালের নিরিখে নীলগিরি রাজ্যের জনসংখ্যা 73৩,১০৯ এবং আয়তন ২ 26৩ বর্গমাইল (80৮০ বর্গ কিমি )। 1949 সালে এটি বালাসোর জেলায় অন্তরভুক্ত হয়েছিল। পরাধীন ভারতের ম্যাপে নিলগিরি - তথ্যসূত্র গুগুল রাজবাড়ির বর্তমান প্রবেশদ্বার - তথ্যসূত্র ট্রিপটো স্থানীয় ইতিহাস অনুসারে নীলগিরি রাজ্যটি , ছোট নাগপু