ইতিহাস না আভিজাত্য ? সাক্ষী ইটাচুনা
ইটাচুনা রাজবাড়ি - সন্ধ্যা আরতির প্রাক্বালে " খোকা ঘুমালো পাড়া জুড়া্লো , বর্গি এল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে " "when the kids sleep, silence set in the town, But the Bargis creep in. The bids have eaten the grains, how can I pay taxes?" কথাগুলো শুনলেই আজন্ম পরিচিত শৈশব টা চোখের সামনে ঝমঝম করে বৃষ্টির দ্রুততায় পাস করে যায়। কে এই বর্গি? এই বর্গি হলো সেই সব অষ্টাদশ শতাব্দীর লুটতরাজপ্রিয় অশ্বারোহী মারাঠা সৈন্যদল, যারা অভিযানে যাওয়ার সময় কেবলমাত্র একটি সাত হাত লম্বা কম্বল ও বর্শা নিয়ে বের হত। এই বর্শাকে মারাঠি ভাষায় বলা হত বরচি। এই নাম থেকেই বারগির বা বর্গা বা বর্গি নামে পরিচিত হয়। হুগলী জেলার পাণ্ডুয়া থানার অন্তর্গত গ্রাম ইটাচুনা! ইতিহাসের পাতায় এটি একদা বর্গিডাঙা হিসাবে পরিচিত ছিল। ইটাচুনা প্রাসাদের কাহিনী আমাদের বাংলার ইতিহাসের সেই সময়ের দিকে ফিরিয়ে নেয় যখন মারাঠা বার্গিরা তাকে বার বার লুট করছিল। এ সময় (১৮ শতকের মাঝামাঝি), বাংলায় নবাব আলীবর্দী খাঁ শাসন করেছিলেন। বর্গি নামে পরিচিত মারাঠ...