রাসবিহারী বসু- The Unsung Hero
- তুমি ইতিহাস শিক্ষকের গায়ে কালি ঢেলে দিয়েছ কেন ? ডুপ্লে কলেজের প্রিন্সিপ্যাল চারুচন্দ্র রায় খুব গম্ভীর ভাবে জিজ্ঞেস করলেন। সামনে দাঁড়ানো অপরাধী ছাত্রটির মুখ নিচু হলেও উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জামার সামনের কিছু বোতাম খোলা; দেখা যাচ্ছে বুকের পাটা, চওড়া কাঁধ, কব্জি থেকে শক্তপোক্ত আঙুল .. ঠাকুরদার কাছে লাঠি চালানো অভ্যাস করে পেটান চেহারা, দেখতে বয়সের থেকে একটু বড় লাগে। - উনি স্যার আমাকে রাসভ বলেন কেন ? অবাক হয়ে চারুচন্দ্র রায় জিজ্ঞেস করেন - ক্লাসে এত ছেলে থাকতে তোমার নামটাই বা উনি এমন ডাকেন কেন ? - না স্যার এটা ওঁর স্বভাব। সব ছাত্রের নাম বিকৃত করে কাউকে মর্কট, কাউকে বাঁদরেন্দ্র, কাউকে কেন্নো এইসব ডাকেন। - তা বলে তুমি ওনার গায়ে কালি দেবে ? - শুধু তাই নয়, উনি অপমান করে বলেছেন বাঙালীরা ভেরুয়া, বকতিয়ার খিলজি মাত্র সতেরো জন অশ্বারোহী সৈন্য নিয়ে এদেশ জয় করেছিল .. এ কি বিশ্বাসযোগ্য স্যার ? তীক্ষ্ম দৃষ্টিতে চারুচন্দ্র রায় তাকিয়ে থাকেন ছাত্রটির দিকে .. বলেন - এটাই তো ইতিহাস বইতে লেখা আছে। - ও তো স্যার যারা জিতেছিল তাদের লেখা ইতিহাস। আরো অবাক হয়ে স্যার জিজ্ঞেস করেন - তুমি রমেশচন্দ্র দ...