বেড়াতে গিয়েও ভূতের খপ্পর - প্রথম পর্ব
Tour Planner Group এ প্রশ্ন করা হয়েছিল, "ঘুরতে গিয়ে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কখনো? এই কন কনে শীতে রাত জমে যাবে!" সেখান থেকে একটা আইডিয়া আসে! সব বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করলাম তাদের অভিজ্ঞতার কথা। কেউ কেউ শেয়ার করল! তাদের গল্প আর কিছু কিছু সেই পোস্টের বাছাই করা কমান্ট সেভ করে রেখেছিলাম। সেগুলো শেয়ার করছি… প্রথম গল্প আমার অভিজ্ঞতা টা একটু অন্য রকমের। আমার মামিমা, থাকতেন জোড়া বড়বিল , ওড়িশা তে কারণ মামা tisco তে কর্মরত ছিলেন, আমৃত্যু। মামিমা , hypertension এবং কিডনি failure এ গত হয়েছেন। ক্রিয়াকর্ম র দিন রাত্রে ওঁর প্রিয় খাবার মাটন মসলা আর ভাত সঙ্গে মিষ্টি নিয়ে। মহা নদীর পাড়ে আমরা তিন ভাই মানে ওনার দুই ছেলে আর আমি সঙ্গে একজন মুস্কো লোকাল ছেলে আর পুরোহিত মশাই দিতে গেছি। বর্ষার সময় পাহাড়ি নদী খরস্রোতা, কোনো লাইট নেই । হাতে আলো বলতে টর্চ আর মোমবাতি । যথারীতি কলাপাতায় দান করা হলো। প্রসঙ্গত হলে রাখি মামিমা র আরো বেচেঁ থাকার ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল। ৫৫ বছরে চলে গেছিলেন। পুরোহিত বললেন খাবার দিয়ে কেউ পিছনে তাকাবেন না আর কোনো প্রিয় জনের মত ডাক পেলেও না। অন্যথা অনর্থ হয়ে ...