মেঘরাজের মৃত্যু


জন্ম বরিশালে। প্রাথমিক পড়াশুনো শিলংয়ে। বাবার বদলির চাকরি। খানিক পড়াশুনো বহরমপুরের কৃষ্ণনাথ কলিজিয়েটে।মাধ্যমিক কলকাতার জেভিয়ার্স স্কুলে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকে প্রথম। কলেজ জীবনেই গড়েছেন নাটকের দল। 'শেক্সপীরীয়ানস্'। পরে নাম বিখ্যাত "লিটিল থিয়েটার" ! তারপর যা হয়েছিলো, তা বাঙালির নাট্য ইতিহাসে মহাকাব্য ! মিনার্ভার খিলানে খিলানে যা আজো থাকে স্তম্ভিত হয়ে। বার্ড অফ এভোন থেকে গোর্কি থেকে ইবসেন থেকে ব্রেশট্ ! 'ফেরারি ফৌজ' থেকে 'ব্যারিকেড'। 'অঙ্গার' থেকে 'কল্লোল'। 'বনিকের রাজদন্ড' থেকে 'টিনের তলোয়ার' ! মিথ হয়ে যাওয়া সব উপাখ্যান ! গননাট্য থেকে পথনাট্য !

না, শুধু নাটক না! "নাটক করি নিজের দায়ে, সিনেমা করি পেটের দায়ে" ! মধু বসুর "মাইকেল" দিয়ে শুরু ! বাকিটা সব্বাই জানে। পদ্মা নদীর হোসেন মিয়া, জন অরন্যের বিশুদা, আগন্তুকের মনমোহন মিত্র, মগনলাল মেঘরাজ থেকে হীরক রাজা ! সত্যজিৎ থেকে ঋষিকেশ থেকে মৃনাল সেন থেকে তপন সিনহা থেকে গৌতম ঘোষ। তাঁকে ঘিরে চলচ্চিত্র বানিয়েছেন সব্বাইরা !

আজীবন ঘোষিত বামপন্থী। পথনাট্য থেকে প্রকাশ্য জনসভা। সমস্ত করেছেন। ১৯৬৫'র ২৩ সেপ্টেম্বরে দেশদ্রোহের অপরাধে তাকে গ্রেফতার। ৬৭ তেও রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেফতার মুম্বাইয়ে। অবশ্য সে দেশই, সে রাষ্ট্রই পরে তাকে ভরিয়েছে জাতীয় থেকে রাষ্ট্রপতি পুরস্কারে।

স্কুলের শিক্ষক বলেছেন তিনি 'অতিমানব' ! ৬ বছর বয়সেই শেক্সপিয়ারের নাটক মুখস্থ বলতে পারতেন ! বিশ্বখ্যাত নাট্যব্যক্তিত্ব রিচার্ড শেখনার তাকে বলেছিলেন পৃথিবীর সেরা তিন নাট্যকারের একজন। রবি ঘোষ তাকে গুরু মানতেন। অনর্গল জানতেন রুশ, জার্মান, স্প্যানিশ ! শেক্সপিয়ারের সাঁইত্রিশটা নাটকের প্রত্যেক লাইন কন্ঠস্থ ছিলো আজীবন।
তিনি বাঙাল। তিনি নাট্যকার। তিনি অভিনেতা। তিনি পরিচালক। তিনি কবি। তিনি রাজনৈতিক। তিনি নকশাল। তিনি বাঙালি। তিনি উৎপল 'রঞ্জন' দত্ত।

"আমি শিল্পী নই। আমি প্রোপাগান্ডিষ্ট"। সংগ্রহীত

Comments

Popular posts from this blog

বিভূতিভূষণ অভয়ারণ্য এবং ভূতুড়ে রাত্রিযাপন

The Super Cyclone (Orissa, 1999) - the diary of A small boy

১৯৫২ ভাষা আন্দোলনের পটভূমি