Posts

Showing posts from July, 2020

প্রাক বর্ষার 'বক্সা'

Image
জঙ্গল-নদী-বৃষ্টি নিয়ে এক সাথে ভাবলেই মনটা কেমন দুম করে উত্তরবঙ্গগামী হয়ে ওঠে না?মনে হয় না, একবার ঐ নশ্বর শরীরটাকে প্রকৃতির গভীরতায় বেঁধে ফেলি?শুধু একটু টিকিট কাটার ঝক্কি,বাকিটা একটা ছোট্ট স্ক্রিনের উপর বুড়ো আঙুলের কারিকুরি। উত্তরবঙ্গ তো অনেকটা জায়গা, রাশি রাশি রসদ মজুত করা সেখানে। আজ তাহলে জঙ্গলের গালিচা পেরিয়ে, ইতিউতি প্রজাপতির পাখায় ভর করে এক চঞ্চলমতির  ধারে গিয়ে বসা যাক। ওকে সবাই 'জয়ন্তী' নামেই চেনে, আর ওর জন্যই গ্রামটারও ঐ একই নাম। উত্তরবঙ্গের প্রবেশপথ শিলিগুড়ি থেকে ১৭৫ কিলোমিটার দূরে বক্সা পাহাড়ের পাদদেশে ৭৬০.৮৭ বর্গ কিলোমিটারের সংরক্ষিত বনভূমির ২৬৯ বর্গ কিলোমিটার জুড়ে বক্সার এই অভয়ারণ্য। জয়ন্তী, নিমাটি , ভুটান ঘাট, রাজাভাতখাওয়া, বক্সাদুয়ার সহ আরো কিছু বনাঞ্চল নিয়ে গঠিত বক্সা, টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হয় ১৯৮৩ সাল থেকে। আলিপুরদুয়ার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বক্সা জঙ্গলের ধারেই অবস্থিত 'ডুয়ার্সের রানী' জয়ন্তী। নদী সত্ত্বায় পরিপূর্ণ অপরূপ সৌন্দর্যমন্ডিত এই গ্রাম। তার এই রূপ দেখতেই তো বর্ষার শুরুতে ওর কাছে আসা। আপন মনে গ্রামীন প্রকৃতিতে যখন নিজেদের উজাড় করে দিচ্ছ

মেঘরাজের মৃত্যু

Image
জন্ম বরিশালে। প্রাথমিক পড়াশুনো শিলংয়ে। বাবার বদলির চাকরি। খানিক পড়াশুনো বহরমপুরের কৃষ্ণনাথ কলিজিয়েটে।মাধ্যমিক কলকাতার জেভিয়ার্স স্কুলে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকে প্রথম। কলেজ জীবনেই গড়েছেন নাটকের দল। 'শেক্সপীরীয়ানস্'। পরে নাম বিখ্যাত "লিটিল থিয়েটার" ! তারপর যা হয়েছিলো, তা বাঙালির নাট্য ইতিহাসে মহাকাব্য ! মিনার্ভার খিলানে খিলানে যা আজো থাকে স্তম্ভিত হয়ে। বার্ড অফ এভোন থেকে গোর্কি থেকে ইবসেন থেকে ব্রেশট্ ! 'ফেরারি ফৌজ' থেকে 'ব্যারিকেড'। 'অঙ্গার' থেকে 'কল্লোল'। 'বনিকের রাজদন্ড' থেকে 'টিনের তলোয়ার' ! মিথ হয়ে যাওয়া সব উপাখ্যান ! গননাট্য থেকে পথনাট্য ! না, শুধু নাটক না! "নাটক করি নিজের দায়ে, সিনেমা করি পেটের দায়ে" ! মধু বসুর "মাইকেল" দিয়ে শুরু ! বাকিটা সব্বাই জানে। পদ্মা নদীর হোসেন মিয়া, জন অরন্যের বিশুদা, আগন্তুকের মনমোহন মিত্র, মগনলাল মেঘরাজ থেকে হীরক রাজা ! সত্যজিৎ থেকে ঋষিকেশ থেকে মৃনাল সেন থেকে তপন সিনহা থেকে গৌতম ঘোষ। তাঁকে ঘিরে চলচ্চিত্র বানিয়েছেন