Posts

Showing posts from April, 2021

বিপন্ন বাস্তুতন্ত্র-ধরাশায়ী 'দামোদর

Image
বিপন্ন বাস্তুতন্ত্র-ধরাশায়ী 'দামোদর' শীতের আমেজে পিকনিক হোক   বা   পক্ষীপ্রেমীদের পাখি দেখা ,  দক্ষিনবঙ্গের হুগলী ও বর্ধমান জেলার মানুষের কাছে একটি খুবই পরিচিত জায়গা দামোদরের চর।  বর্ষায় দামোদরের আশঙ্কার ছবি দেখা গেলেও   শীত আসার আগেই ধীরে ধীরে এই নদ  তার ভয়ঙ্কর রূপ ছেড়ে কোমল রূপ ধারন করে।   ভারি বর্ষায়  নদীর জলে   আশেপাশের জমি   হয়ে ওঠে  খুব ই  উর্বর  । তাই হয়তো  ' সোনার ফসল' দানের   পাশাপাশি শীতের সময়  পরিযায়ী পাখিদের জন্য এ জায়গা হয়ে  ও ঠে  এক অণণ্য  স্বর্গ।   টেসমেরিক'স  স্টিন্ট স্মল প্র্যাটিনকোল ক্লেনটিশ প্লোভার প্রাক শীতের   সময়   থেকেই  প্রচুর পর্যটক  হাজির হয়  এ খানে। চলে দৈনিক পিকনিক বা স্বেচ্ছায় প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানো। এই নদ চায় সবাইকে নিজের সবটুকু উজাড় করে দিতে, তার কোলের সবাই কে অকৃত্রিম আনন্দ দিতে, আর পাখপাখালিকে শান্তির শ্বাসবায়ু প্রদান করতে। এত কিছু পাওয়ার পরও কি সভ্য সমাজ সত্যিই তার প...