Posts

Showing posts from February, 2021

১৯৫২ ভাষা আন্দোলনের পটভূমি

Image
১৯৫২ বাংলা ভাষা আন্দোলনের পটভূমি  ভূমিকা ঃ-   আমাদের জন্মের পরে সাধারণত যার মুখখানি প্রথমেই দেখে থাকি তিনিই আমাদের 'মা' এবং তাঁর মুখ থেকে যে ভাষা শুনি তাহাই মাতৃভাষা-অর্থাৎ এর কোনও বিকল্প নাই। যারা আমাদের মায়ের মুখ নিসৃত ভাষা কেড়ে নিতে চায়-তাদের সাথে আমাদের কোন আপোষ হতে পারে না।  ভাষাগত দিক থেকে আমরা বাঙালি যেহেতু আমাদের মাতৃভাষা 'বাংলা' আর এই ভাষার জন্যই বুকের তাজা রক্ত ঝড়েছে যাঁদের, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তবে প্রত্যেক ঘটনার পিছনেই কারণ থাকে-১৯৫২সনের একুশে ফেব্রুয়ারি হঠাৎ করে আসেনি।  ধর্মের চেয়ে যে ভাষার বন্ধন অনেক অনেক শক্তিশালী মহান একুশ তাহা আমাদেরকে শিক্ষা দিয়েছে।  দ্বিজাতিতত্ত্ব ঃ-   মুসলিম লীগ ভেবেছিল দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলে"আমাদের ইচ্ছে মত দেশ চলাতে পারবো।" ওদের ধারনা ছিলো বাংলা হলো হিন্দু সংস্কৃতি প্রভাবিত জাতি সত্বা। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, তখন বাঙালি মুসলমানদের শিক্ষিত শ্রেণির একাংশ বিশেষ করে অভিজাত ও বিত্তবান শ্রেণির অংশ বাংলাকে মাতৃভূমি ও বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে গ্রহণ করতে চায়নি।...